9:06 pm, Tuesday, 11 November 2025

১৫ বছরে কিছুই করতে না পারা ব্যক্তিরা এখনও বিসিবিতে কীভাবেঃ আফতাব

  • Reporter Name
  • Update Time : 08:26:18 pm, Friday, 3 October 2025
  • 61 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বিগত গত ১৫ বছরে (আওয়ামী লীগ শাসনামল) যুক্ত থেকে যারা দেশের ক্রিকেটের উন্নতি করতে পারেনি, তারা কীভাবে এখনও বোর্ডে থাকে, সেই প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। একইসঙ্গে তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে বের করে দেয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্য রাতে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এই প্রশ্ন তুলেন।

ভিডিওতে আফতাব আহমেদকে বলতে শোনা যায়, অনেকদিন ধরে একটি প্রশ্ন মনের মধ্যে ঘুরতেছে। বিগত ১৫ বছর ধরে ক্রিকেটে কোনও উন্নয়ন হয়নি, ক্রিকেট ধ্বংসের মুখে। তো বিগত ১৫ বছরে যারা ক্রিকেট ধ্বংস করেছে, উন্নয়ন করতে পারেনি ক্রিকেটের, তাদের অনেককেই দেখতেছি পরিচালক হিসেবে এখন ক্রিকেট বোর্ডে আছে। আমার যেটা প্রশ্ন, যারা বিগত ১৫ বছরে কোনও কিছু করতে পারেনি, তারা কীভাবে এখনও ক্রিকেট বোর্ডে থাকে? ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কাজ করে যায়।

‘এখানে একটি কথা আছে, অনেকের কাছ থেকে অজুহাত শুনেছি, উনারা নাকি ১৫ বছরে কিছুই করতে পারেনি। কারণ, পাপন (নাজমুল হাসান পাপন) সাহেবসহ আরও বড় বড় যারা পরিচালক আছেন, তাদের জন্যই ১৫ বছর কিছুই করতে পারেননি। হ্যাঁ, এটি সত্য, আমি এর সাথে একমত। পাপন সাহেবের উপরে কারও কথা বলার ক্ষমতা নেই। এটার সাথে আমি একমত’— যোগ করেন সাবেক এই ক্রিকেটার।

এ অবস্থায় আফতাব আহমেদের প্রশ্ন— যখন একটি চেয়ারে বসে ১৫ বছর কিছুই করতে পারেনি, কারণ ওই ক্ষমতা না থাকায়। তবে ক্রিকেটের ক্ষতি হচ্ছে তা বসে বসে আরাম করে দেখেছে, সময়টা পার করেছে, নিজেদের ভেতরে একটু অনুভূতিও ছিল না, ক্রিকেটটা নিচের দিকে যাচ্ছে, কিছুই করতে পারছে না, হাত-মুখ বন্ধ, এই অজুহাত সবসময় দেয়া হয়েছে; তাদের জন্য আমার একটি কথা, যে মানুষ ১৫ বছর চেয়ারে বসে ক্ষতি দেখতে পারে, তার পক্ষে ক্রিকেটের উন্নয়ন করা সম্ভব না।

তিনি আরও বলেছেন, ক্রিকেটের উন্নয়ন হচ্ছে না, এটা দেখে পদত্যাগ করা যেতো। কারণ, ভালোবাসার একটি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, আর এটি বসে বসে ১৫ বছর দেখা যায় না, যদি কারও মধ্যে ওই অনুভূতিটা থাকতো। তা নেই বলে বসে বসে ক্ষতিটা দেখেছেন।

দেশের ক্রিকেটে নিজেদের একটু হলেও অবদান আছে, তা উল্লেখ করে আফতার আহমেদ বলেছেন, আমরা চাইবো না ক্রিকেট ধ্বংস হোক। ক্রিকেকটা সুন্দর করে চলুক। বাংলাদেশে আমাদের গর্ব করার মতো আছে কয়েকটা জিনিস। এগুলো আমরা নষ্ট করতে পারি না। নষ্ট করার অধিকারও দিতে পারি না। তাই যারা এ নিয়ে অজুহাত দেবে তাদেরকে সবার আগে ক্রিকেট বোর্ড থেকে বের করুন। তাহলে ক্রিকেটের উন্নতি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

১৫ বছরে কিছুই করতে না পারা ব্যক্তিরা এখনও বিসিবিতে কীভাবেঃ আফতাব

Update Time : 08:26:18 pm, Friday, 3 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বিগত গত ১৫ বছরে (আওয়ামী লীগ শাসনামল) যুক্ত থেকে যারা দেশের ক্রিকেটের উন্নতি করতে পারেনি, তারা কীভাবে এখনও বোর্ডে থাকে, সেই প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। একইসঙ্গে তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে বের করে দেয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্য রাতে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এই প্রশ্ন তুলেন।

ভিডিওতে আফতাব আহমেদকে বলতে শোনা যায়, অনেকদিন ধরে একটি প্রশ্ন মনের মধ্যে ঘুরতেছে। বিগত ১৫ বছর ধরে ক্রিকেটে কোনও উন্নয়ন হয়নি, ক্রিকেট ধ্বংসের মুখে। তো বিগত ১৫ বছরে যারা ক্রিকেট ধ্বংস করেছে, উন্নয়ন করতে পারেনি ক্রিকেটের, তাদের অনেককেই দেখতেছি পরিচালক হিসেবে এখন ক্রিকেট বোর্ডে আছে। আমার যেটা প্রশ্ন, যারা বিগত ১৫ বছরে কোনও কিছু করতে পারেনি, তারা কীভাবে এখনও ক্রিকেট বোর্ডে থাকে? ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কাজ করে যায়।

‘এখানে একটি কথা আছে, অনেকের কাছ থেকে অজুহাত শুনেছি, উনারা নাকি ১৫ বছরে কিছুই করতে পারেনি। কারণ, পাপন (নাজমুল হাসান পাপন) সাহেবসহ আরও বড় বড় যারা পরিচালক আছেন, তাদের জন্যই ১৫ বছর কিছুই করতে পারেননি। হ্যাঁ, এটি সত্য, আমি এর সাথে একমত। পাপন সাহেবের উপরে কারও কথা বলার ক্ষমতা নেই। এটার সাথে আমি একমত’— যোগ করেন সাবেক এই ক্রিকেটার।

এ অবস্থায় আফতাব আহমেদের প্রশ্ন— যখন একটি চেয়ারে বসে ১৫ বছর কিছুই করতে পারেনি, কারণ ওই ক্ষমতা না থাকায়। তবে ক্রিকেটের ক্ষতি হচ্ছে তা বসে বসে আরাম করে দেখেছে, সময়টা পার করেছে, নিজেদের ভেতরে একটু অনুভূতিও ছিল না, ক্রিকেটটা নিচের দিকে যাচ্ছে, কিছুই করতে পারছে না, হাত-মুখ বন্ধ, এই অজুহাত সবসময় দেয়া হয়েছে; তাদের জন্য আমার একটি কথা, যে মানুষ ১৫ বছর চেয়ারে বসে ক্ষতি দেখতে পারে, তার পক্ষে ক্রিকেটের উন্নয়ন করা সম্ভব না।

তিনি আরও বলেছেন, ক্রিকেটের উন্নয়ন হচ্ছে না, এটা দেখে পদত্যাগ করা যেতো। কারণ, ভালোবাসার একটি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, আর এটি বসে বসে ১৫ বছর দেখা যায় না, যদি কারও মধ্যে ওই অনুভূতিটা থাকতো। তা নেই বলে বসে বসে ক্ষতিটা দেখেছেন।

দেশের ক্রিকেটে নিজেদের একটু হলেও অবদান আছে, তা উল্লেখ করে আফতার আহমেদ বলেছেন, আমরা চাইবো না ক্রিকেট ধ্বংস হোক। ক্রিকেকটা সুন্দর করে চলুক। বাংলাদেশে আমাদের গর্ব করার মতো আছে কয়েকটা জিনিস। এগুলো আমরা নষ্ট করতে পারি না। নষ্ট করার অধিকারও দিতে পারি না। তাই যারা এ নিয়ে অজুহাত দেবে তাদেরকে সবার আগে ক্রিকেট বোর্ড থেকে বের করুন। তাহলে ক্রিকেটের উন্নতি হবে।