নিউজ ডেস্কঃ খুলনায় আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সদর থানার সামনে স্টার হোটেলের চারতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিন খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নগরীর লবণচরা থানার মতিয়াখালীর এস এম এ খালেকের ছেলে।
খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় জানান, রোববার বেলা ১১টার দিকে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে স্টার হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ ভাড়া নেন। ওই নারী কিছুক্ষণ কক্ষে থেকে বাইরে চলে যান। বিকেল ৫টার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তুহিনের আসল স্ত্রী হোটেলে যান। ৪০১ নম্বর কক্ষে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি। রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেলের কর্মীরা দরজা ভেঙে কক্ষে ঢুকে দেখেন তুহিনের মরদেহ মেঝেতে পড়ে আছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।
Reporter Name 



















