10:12 pm, Saturday, 8 November 2025

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

  • Reporter Name
  • Update Time : 04:01:04 pm, Sunday, 28 September 2025
  • 34 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের ঢাকার চকবাজার এলাকার বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রবিবার বেলা ১১টার পর দেবীদাস ঘাট লেইনের ‘গুলশান আরা মাসুদ’ নামের বাসায় এ অভিযান শুরু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।”

রাজনৈতিক পটপরিবর্তনের ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি।

২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।

পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।

তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

হাজী সেলিমের বাসায় যৌথ বাহিনীর অভিযান

Update Time : 04:01:04 pm, Sunday, 28 September 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী সেলিমের ঢাকার চকবাজার এলাকার বাসায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রবিবার বেলা ১১টার পর দেবীদাস ঘাট লেইনের ‘গুলশান আরা মাসুদ’ নামের বাসায় এ অভিযান শুরু হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

তবে কী কারণে এই অভিযান, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “বিস্তারিত জানা নেই। তবে তারা আমাদের কাছে পুলিশ চেয়েছিল, সে অনুযায়ী সহায়তা করতে আমরা পুলিশ দিয়েছি।”

রাজনৈতিক পটপরিবর্তনের ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এরপর হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি।

২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজী সেলিম।

পরে দুর্নীতির মামলায় দশ বছরের সাজা হলে তার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। সাজার পর তাকে কারাগারেও যেতে হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।

তার ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনিও গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।