3:02 pm, Friday, 14 November 2025

সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলেও আগে গণভোট চায় জামায়াত

কোনো কারণে সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোট করার ওপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (২৯ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হইতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ পাস করতে হবে। জুলাই সনদ তো সংস্কারের বিষয়। সুতরাং দুটো বিষয়কে একসাথে জুড়ে দেওয়া কখনো সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।

এদিকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে সেখানে।

 

আবদুল্লাহ তাহের বলেন, ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ করেছে সরকারের কাছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত। কারণ, গণভোট হবে সংস্কারপ্রক্রিয়ার ওপর। আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য। দুটোর চরিত্র আলাদা।

তিনি বলেন, জুলাই সনদ জাতীয় জীবন পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত ৫৫ বছরে এই পরিবর্তনের সূচনা হয়নি। আগে কোনো সংস্কার হয়নি।

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে তা নেওয়ার কথা বৈঠকে তুলে ধরা হয়েছে। ভোটকক্ষে সিসি ক্যামেরা, কেন্দ্রে সেনা, বিজিবি, র‌্যাব–সব বাহিনীর অবস্থান নিশ্চিত করার দাবির বিষয়টিও আলোচনায় আসার কথা বলেছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলেও আগে গণভোট চায় জামায়াত

Update Time : 04:58:54 pm, Wednesday, 29 October 2025

কোনো কারণে সঠিক সময়ে জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদের বাস্তবায়ন যেন না পেছায়, সেজন্য আগে গণভোট করার ওপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (২৯ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হইতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ পাস করতে হবে। জুলাই সনদ তো সংস্কারের বিষয়। সুতরাং দুটো বিষয়কে একসাথে জুড়ে দেওয়া কখনো সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।

এদিকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে সেখানে।

 

আবদুল্লাহ তাহের বলেন, ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ করেছে সরকারের কাছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত। কারণ, গণভোট হবে সংস্কারপ্রক্রিয়ার ওপর। আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য। দুটোর চরিত্র আলাদা।

তিনি বলেন, জুলাই সনদ জাতীয় জীবন পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত ৫৫ বছরে এই পরিবর্তনের সূচনা হয়নি। আগে কোনো সংস্কার হয়নি।

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে তা নেওয়ার কথা বৈঠকে তুলে ধরা হয়েছে। ভোটকক্ষে সিসি ক্যামেরা, কেন্দ্রে সেনা, বিজিবি, র‌্যাব–সব বাহিনীর অবস্থান নিশ্চিত করার দাবির বিষয়টিও আলোচনায় আসার কথা বলেছেন তিনি।