ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও ঘটনাস্থলে ছড়াচ্ছে ধোঁয়া।
আগুন পুরোপুরি নিভে না যাওয়ায় রোববার সকালেও সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। চলছে উদ্ধার তৎপরতা ও ঠান্ডা করার কাজ।
সকালে কার্গো ভিলেজ এলাকা ঘুরে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনলেও বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে নিয়মিত পানি ছিটিয়ে আগুনের সম্ভাব্য পুনরুত্তাপ ঠেকানোর চেষ্টা করছেন। মাঝে মাঝেই আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতেও দেখা গেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে মোট ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তাদের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর একাধিক ফায়ার ইউনিটও।
আগুনের তীব্রতায় শনিবার বিকেলের পর কিছু সময়ের জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার পর থেকে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়ে ওঠে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা, ল্যান্ডিং, যাত্রী ওঠানামাসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
ঘটনার সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, বিমানবন্দরের আশপাশে কৌতূহলী সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। নিরাপত্তা জোরদার করতে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ 



















