5:19 am, Wednesday, 12 November 2025

শাহজালালে যাত্রীর পেটে ৬৩৭৮ পিস ইয়াবা

বিমানযাত্রীর পেটের ভেতর লুকিয়ে ইয়াবা বহনকালে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা মো. পান্নু হাওলাদার (৩০) কে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতের কাছ থেকে মোট ৬৩৭৮ (ছয় হাজার তিনশত আটাত্তর) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিমানবন্দর থানায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় পান্নু হাওলাদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

তার পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়ে সন্দেহ হওয়ায় এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির প্যাকেজ শনাক্ত হয়।

পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতালে পরিবহনকারীকে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হলে ১৩৬ (একশত ছত্রিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই চাঞ্চল্যকর ঘটনা। আমরা বিমানবন্দর এলাকায় মাদক চোরাচালানসহ সব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যে কোনো অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছি।

পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

শাহজালালে যাত্রীর পেটে ৬৩৭৮ পিস ইয়াবা

Update Time : 02:25:11 pm, Sunday, 2 November 2025

বিমানযাত্রীর পেটের ভেতর লুকিয়ে ইয়াবা বহনকালে বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা মো. পান্নু হাওলাদার (৩০) কে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতের কাছ থেকে মোট ৬৩৭৮ (ছয় হাজার তিনশত আটাত্তর) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিমানবন্দর থানায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় পান্নু হাওলাদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।

তার পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়ে সন্দেহ হওয়ায় এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির প্যাকেজ শনাক্ত হয়।

পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতালে পরিবহনকারীকে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হলে ১৩৬ (একশত ছত্রিশ) পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই চাঞ্চল্যকর ঘটনা। আমরা বিমানবন্দর এলাকায় মাদক চোরাচালানসহ সব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যে কোনো অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছি।

পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।