বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ৪১৩ পেয়ে রামগঞ্জ উপজেলা বিএনপি’র নবনির্বা’চিত সভাপতি মোজাম্মেল হক মজু।
মজু একজন অক্লান্ত পরিশ্রমিক এবং ত্যাগী নেতা হিসাবে নিজেকে রামগঞ্জের জন্য উজাড় করে দিয়েছেন শুধু তাই নয় ব্যবসায়ী জীবনে তিনি নিজেকে উজাড় করে গুলিস্তান বঙ্গবাজার কমপ্লেক্স ও ঢাকা টেস্ট সেন্টার উত্তর মার্কেটের কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ীদের পিছনে সর্বসময় ছিলেন, এবং ঢাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা আছে, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন , বিএনপির সাথে, এজন্য তিনি অনেক মামলা , ও হামলার শিকার হয়েছে, এরপরও তো তিনি রামগঞ্জ উপজেলা কৃতি সন্তান, নিপীড়িত মানুষের সাথে থাকবে বলেই, নিজের ব্যবসা বাণিজ্য রেখে, রামগঞ্জ উপজেলা বাসীদের জন্য ভালো কিছু করার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং নেতাদের নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন, এবং সাধারণ মানুষের নতুন মুখ দেখতে চায়, তাই নতুন কিছু আশায় মানুষগুলো তাকে রামগঞ্জ উপজেলার নবনির্বাচিত সভাপতি করেছেন, আসলে তিনি প্রত্যেকটি ইউনিয়নে ,প্রত্যেকটি ওয়ার্ডে, ও থানার পর্যায়ের নিজেকে উজাড় করে দিয়েছেন, ( সাধারণ মানুষের একটি কথা দেখি নতুন অভিভাবক থেকে কি পাই আমরা )।
শিরোনাম :
রামগঞ্জ উপজেলা বিএনপি’র নবনির্বা’চিত সভাপতি মোজাম্মেল হক মজু
-
Reporter Name - Update Time : 11:55:07 am, Sunday, 21 September 2025
- 45 Time View
Popular Post























