12:56 am, Wednesday, 12 November 2025

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

  • Reporter Name
  • Update Time : 10:27:59 am, Monday, 13 October 2025
  • 18 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত ১০ দফা ইশতেহারগুলো হলো: ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকবাহিনীর গুলিতে শহীদ ড. শামসুজ্জোহা’র স্মরণে দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে আধুনিক ও সহজলভ্য করা, নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

এছাড়া মুক্ত সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সহাবস্থানের পরিবেশ তৈরি করা, আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান, দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সচল করা, শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা এবং ক্যাম্পাস বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

ইশতেহার ঘোষণার পর ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবির বলেন, “আমাদের ইশতেহার ঘোষণা করতে কিছুটা সময় লেগেছে, কারণ আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে, তাদের মতামত নিয়ে প্রতিটি দফা তৈরি করেছি। আমাদের কোনো দাবি অবাস্তব নয়। শিক্ষার্থীদের সমর্থন ও প্রশাসনের সহযোগিতা পেলে অল্প সময়েই এসব বাস্তবায়ন সম্ভব।”

রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

Update Time : 10:27:59 am, Monday, 13 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত ১০ দফা ইশতেহারগুলো হলো: ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকবাহিনীর গুলিতে শহীদ ড. শামসুজ্জোহা’র স্মরণে দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে আধুনিক ও সহজলভ্য করা, নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

এছাড়া মুক্ত সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সহাবস্থানের পরিবেশ তৈরি করা, আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা প্রদান, দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সচল করা, শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা এবং ক্যাম্পাস বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

ইশতেহার ঘোষণার পর ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবির বলেন, “আমাদের ইশতেহার ঘোষণা করতে কিছুটা সময় লেগেছে, কারণ আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে, তাদের মতামত নিয়ে প্রতিটি দফা তৈরি করেছি। আমাদের কোনো দাবি অবাস্তব নয়। শিক্ষার্থীদের সমর্থন ও প্রশাসনের সহযোগিতা পেলে অল্প সময়েই এসব বাস্তবায়ন সম্ভব।”

রাকসু নির্বাচনে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।