11:05 am, Friday, 14 November 2025

যুবরাজ সিংকে ইডির জিজ্ঞাসাবাদ, অবৈধ বেটিং অ্যাপ তদন্তে নতুন মোড়

  • Reporter Name
  • Update Time : 10:13:13 pm, Tuesday, 23 September 2025
  • 24 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যোগসাজশের অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাদের দফতরে হাজির হন তিনি। তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। খবর ইন্ডিয়া টুডে’র।

ইডি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন তারকাকে ডাকা হয়েছে। এরমধ্যে আছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং বলিউড অভিনেতা সোনু সুদ। তাদের সবাইকে শিগগিরই তলব করা হবে।

ইডির অভিযোগ, নিষিদ্ধ এই অ্যাপটি বছরের পর বছর ধরে অবৈধভাবে ভারতীয় ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। বিদেশি সারোগেট ওয়েবসাইট ও অফশোর কোম্পানির মাধ্যমে অ্যাপটি চালানো হয়। এর আগে সিবিআই ওই বেটিং সাইটের মূল অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছিল।

কর্তৃপক্ষের দাবি, অ্যাপটিতে অর্থপাচার, কর ফাঁকি ও অ্যালগরিদম কারসাজির অভিযোগ রয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, কিছু তারকা সরাসরি বা পরোক্ষভাবে প্ল্যাটফর্মটির প্রচার করেছেন। এতে সাধারণ ব্যবহারকারীদের কাছে অ্যাপটি বৈধ মনে হয়েছে।

ইডি জানায়, জিজ্ঞাসাবাদ ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার অগ্রগতি এখন ভারতের ক্রীড়া ও বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

যুবরাজ সিংকে ইডির জিজ্ঞাসাবাদ, অবৈধ বেটিং অ্যাপ তদন্তে নতুন মোড়

Update Time : 10:13:13 pm, Tuesday, 23 September 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যোগসাজশের অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাদের দফতরে হাজির হন তিনি। তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। খবর ইন্ডিয়া টুডে’র।

ইডি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন তারকাকে ডাকা হয়েছে। এরমধ্যে আছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং বলিউড অভিনেতা সোনু সুদ। তাদের সবাইকে শিগগিরই তলব করা হবে।

ইডির অভিযোগ, নিষিদ্ধ এই অ্যাপটি বছরের পর বছর ধরে অবৈধভাবে ভারতীয় ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। বিদেশি সারোগেট ওয়েবসাইট ও অফশোর কোম্পানির মাধ্যমে অ্যাপটি চালানো হয়। এর আগে সিবিআই ওই বেটিং সাইটের মূল অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছিল।

কর্তৃপক্ষের দাবি, অ্যাপটিতে অর্থপাচার, কর ফাঁকি ও অ্যালগরিদম কারসাজির অভিযোগ রয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, কিছু তারকা সরাসরি বা পরোক্ষভাবে প্ল্যাটফর্মটির প্রচার করেছেন। এতে সাধারণ ব্যবহারকারীদের কাছে অ্যাপটি বৈধ মনে হয়েছে।

ইডি জানায়, জিজ্ঞাসাবাদ ও আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার অগ্রগতি এখন ভারতের ক্রীড়া ও বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু।