1:36 pm, Friday, 14 November 2025

মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপির

  • Reporter Name
  • Update Time : 02:10:38 pm, Friday, 17 October 2025
  • 39 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তা নাহলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হবার অনুরোধ করেন একজন প্রতিনিধি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে আজ। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল।

আরও পড়ুন
সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের
সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

গতকাল এনসিপি জানায়, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে।

চারটি বাম দল জানায়, সংবিধানের চারটি মূলনীতি উল্লেখ না থাকাসহ আরও কয়েকটি কারণে জুলাই সনদ সই করবেন না তারা। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

অন্যদিকে ঐকমত্য কমিশন আশা করছে, সব দলই জুলাই সনদে সই করবে। আজকের পরও সনদে সই করার সুযোগ থাকবে। কমিশনের মেয়াদের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপির

Update Time : 02:10:38 pm, Friday, 17 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তা নাহলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হবার অনুরোধ করেন একজন প্রতিনিধি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে আজ। তবে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল।

আরও পড়ুন
সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের
সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের

গতকাল এনসিপি জানায়, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে।

চারটি বাম দল জানায়, সংবিধানের চারটি মূলনীতি উল্লেখ না থাকাসহ আরও কয়েকটি কারণে জুলাই সনদ সই করবেন না তারা। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

অন্যদিকে ঐকমত্য কমিশন আশা করছে, সব দলই জুলাই সনদে সই করবে। আজকের পরও সনদে সই করার সুযোগ থাকবে। কমিশনের মেয়াদের (৩১ অক্টোবর) মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।