1:36 pm, Friday, 14 November 2025

ভাষা সৈনিক আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : 01:59:19 pm, Saturday, 4 October 2025
  • 73 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক ও কবি আহমদ রফিকের মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার পর থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে এ ভাষা সৈনিককে শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা বলেন, দেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অবদান রেখেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগে আহমদ রফিক নিজের দেহ মরণোত্তর চিকিৎসা, শিক্ষা ও গবেষণার জন্য দান করেছেন। এজন্য ‘রফিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে কফিন শোকযাত্রার মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক, গবেষক ও কবি আহমদ রফিক। মৃত্যুকালে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ফেইলিওর, আলঝেইমার্সসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

জীবদ্দশায় তিনি প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ। এর মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস, রাজনৈতিক চিন্তাচেতনা, রবীন্দ্রনাথ বিষয়ক গবেষণা, ছোটগল্প, কবিতা ও চিকিৎসাবিষয়ক সংকলন। তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ভাষা সৈনিক আহমদ রফিককে শেষ শ্রদ্ধা

Update Time : 01:59:19 pm, Saturday, 4 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক ও কবি আহমদ রফিকের মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার পর থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে এ ভাষা সৈনিককে শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা বলেন, দেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অবদান রেখেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর আগে আহমদ রফিক নিজের দেহ মরণোত্তর চিকিৎসা, শিক্ষা ও গবেষণার জন্য দান করেছেন। এজন্য ‘রফিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে কফিন শোকযাত্রার মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক, গবেষক ও কবি আহমদ রফিক। মৃত্যুকালে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ফেইলিওর, আলঝেইমার্সসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

জীবদ্দশায় তিনি প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ। এর মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস, রাজনৈতিক চিন্তাচেতনা, রবীন্দ্রনাথ বিষয়ক গবেষণা, ছোটগল্প, কবিতা ও চিকিৎসাবিষয়ক সংকলন। তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।