বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ভালো ও উন্নত মানের জুতার নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করেছে ফুট ফ্যাশন সুজ। রাজধানীর গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টারের তৃতীয় তলার ৪০ নং দোকানে ফুট ফ্যাশন সুজ। সারা বাংলাদেশে পাইকারী দেয়া হবে।
এ উপলক্ষে আজ দোকানটি মিলাদ ও দোয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছে। মিলাদ পড়ান মুফতি আবুল বাশার সাহেব। দোয়ার মাধ্যমে (ফুট ফ্যাশন সুজ ) সমগ্র বাংলাদেশের পথচলা শুরু করেছে।
দোয়ায় উপস্থিত ছিলেন মার্কেটের ব্যবসায়ীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সোহেল, ইউনুস মোল্লা, শফিকুর রহমান, নূরে আলম জীবন ,মোঃ হানিফ, মোঃ জাকির, মোঃ কামরুল ইসলাম মোঃ শাকিলসহ আরো অনেকে।
সমগ্র বাংলাদেশের পাইকারি দেওয়া হবে, সকল ব্যবসায়ীকে দোকেনে আমন্ত্রিত জানিয়ে ফুড ফ্যাশন সুজ কতৃপক্ষ সকলের কাছে দোয়ার দরখাস্ত করেছেন।
Reporter Name 
























