বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার প্রধান বিসর্জন ঘাটে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিট থেকে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। আরও কয়েকটি বিসর্জনের প্রস্তুতি চলছে। প্রতিমা বিসর্জনকে ঘিরে ঘাটজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌ-পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট দলের সদস্যসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা। প্রতিমা বিসর্জনের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে এসব বাহিনীর সদস্যদের।
এবার রাজধানী ঢাকার ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর মোট ১০টি নির্ধারিত ঘাটে। ঘাটগুলো হলো- বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট।
এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হচ্ছে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে। এসব ঘাটে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা জমায়েত হতে থাকেন। উচ্ছ্বাস, আবেগ ও ভক্তিময় পরিবেশে চলছে বিসর্জনের কার্যক্রম।
পূজামণ্ডপ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরাও ঘাটগুলোতে কাজ করছেন সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে।
Reporter Name 



















