10:00 am, Friday, 14 November 2025

বিশ্ব শিক্ষক দিবস আজ

  • Reporter Name
  • Update Time : 11:12:11 am, Sunday, 5 October 2025
  • 67 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস আজ রোববার (৫ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানানোর এ দিবসটি পালিত হচ্ছে এবারের প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শিরোনামে।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিনটি পালন করা হয়। দিবসটি বাস্তবায়নে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর সহযোগী ৪০১টি সদস্য সংগঠন কাজ করছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হবে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষককে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে।

দিবসটি সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং শিক্ষার মান উন্নয়নে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস মূলত শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের প্রশ্নে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির একটি দিন। শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকই হলেন পরিবর্তনের মূল চালিকা শক্তি।

দেশের বিভিন্ন স্থানে রোববার শিক্ষক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বিশ্ব শিক্ষক দিবস আজ

Update Time : 11:12:11 am, Sunday, 5 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস আজ রোববার (৫ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানানোর এ দিবসটি পালিত হচ্ছে এবারের প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শিরোনামে।

১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অবদানকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিনটি পালন করা হয়। দিবসটি বাস্তবায়নে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর সহযোগী ৪০১টি সদস্য সংগঠন কাজ করছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হবে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষককে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে।

দিবসটি সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং শিক্ষার মান উন্নয়নে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস মূলত শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের প্রশ্নে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির একটি দিন। শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকই হলেন পরিবর্তনের মূল চালিকা শক্তি।

দেশের বিভিন্ন স্থানে রোববার শিক্ষক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করছে।