5:52 am, Wednesday, 12 November 2025

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

  • Reporter Name
  • Update Time : 11:04:43 am, Tuesday, 14 October 2025
  • 32 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ থেকে প্রেমিকের সঙ্গে বগুড়ায় ঘুরতে এসে আরকে ট্রাভেলসের একটি বাসে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত চালক সাকিব হাসান (২৮) কে হাইওয়ে পুলিশের সহায়তায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মিরপুরের এক স্কুলছাত্রী ও তার বন্ধু সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আরকে ট্রাভেলস’ এর একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাসের চালক ও অন্য শ্রমিকেরা তার বন্ধুকে ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়।

এরপর বাসেই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে চালক সাকিব – এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই। ঘটনার পর বিকেলে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বিষয়টি পরিবহন শ্রমিকদের নজরে আসে। তারা মেয়েটিকে উদ্ধার করলেও, চালককে কিছুটা মারধর করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে মেয়েটিকে দ্রুত আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয় এবং চালককে রক্ষা করতে মোটর শ্রমিক ইউনিয়নের একাংশ তৎপর হয়ে ওঠে।

এদিকে, ঘটনার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করলে সে সরাসরি ধর্ষণের অভিযোগ তোলে। তবে রাতভর নানা নাটকীয়তার মধ্যেও পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান জানান, প্রাথমিক তদন্তে শ্লীলতাহানির আলামত মিলেছে, তবে ধর্ষণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চালক সাকিবকে আটক করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে শাহজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

Update Time : 11:04:43 am, Tuesday, 14 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ থেকে প্রেমিকের সঙ্গে বগুড়ায় ঘুরতে এসে আরকে ট্রাভেলসের একটি বাসে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত চালক সাকিব হাসান (২৮) কে হাইওয়ে পুলিশের সহায়তায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মিরপুরের এক স্কুলছাত্রী ও তার বন্ধু সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আরকে ট্রাভেলস’ এর একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাসের চালক ও অন্য শ্রমিকেরা তার বন্ধুকে ভয় দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়।

এরপর বাসেই ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে চালক সাকিব – এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই। ঘটনার পর বিকেলে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে বিষয়টি পরিবহন শ্রমিকদের নজরে আসে। তারা মেয়েটিকে উদ্ধার করলেও, চালককে কিছুটা মারধর করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে মেয়েটিকে দ্রুত আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয় এবং চালককে রক্ষা করতে মোটর শ্রমিক ইউনিয়নের একাংশ তৎপর হয়ে ওঠে।

এদিকে, ঘটনার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করলে সে সরাসরি ধর্ষণের অভিযোগ তোলে। তবে রাতভর নানা নাটকীয়তার মধ্যেও পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার রহমান জানান, প্রাথমিক তদন্তে শ্লীলতাহানির আলামত মিলেছে, তবে ধর্ষণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চালক সাকিবকে আটক করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে শাহজাহানপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।