12:58 pm, Friday, 14 November 2025

ফের জাতীয় লিগ চ্যাম্পিয়ন রংপুর

  • Reporter Name
  • Update Time : 10:22:20 am, Monday, 13 October 2025
  • 35 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে আবারও রাজত্ব দেখাল রংপুর। প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও শিরোপা জিতল উত্তরবঙ্গের দলটি। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগের বিপক্ষে ৮ উইকেটে জয় দিয়ে আকবর আলীর নেতৃত্বাধীন রংপুর চ্যাম্পিয়ন হয়েছেন।

লিগ পর্বে তিনটি ম্যাচ হারের পর পেছনে থাকা রংপুর এলিমিনেটর খেলায় টিকে থেকে ফাইনালে পৌঁছায়। এলিমিনেটরসহ পরবর্তী তিনটি ম্যাচে ধারাবাহিক জয় পেয়ে টানা দ্বিতীয়বারের শিরোপা ধরে রাখল দলটি।

ফাইনালে টসে জিতে রংপুর খুলনাকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচের প্রথম ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি বলে ওপেনার মোহাম্মদ ইমরানউজ্জামান স্লিপে অনিক সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সৌম্য সরকার ও এনামুল হক বিজয় আগের উইকেটের আগেই আউট হওয়ায় খুলনা ভেঙে পড়ে। ১২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৯ রানে পৌঁছানো খুলনা ইনিংসে আফিফ হোসেন ও শেখ পারভেজ জীবনও কাঙ্খিত অবদান রাখতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন একমাত্র নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ৩২ বলে ৪৪ রান করেন, কিন্তু আল মামুনের দুটি উইকেটে ১৮তম ওভারে তিনি ও অভিষেক দাস ফেরেন। শেষ পর্যন্ত খুলনা ২০ ওভারে ১৩৬/৮ রানে অলআউট হয়।

রংপুরের পক্ষে আল মামুন সর্বোচ্চ সফল বোলার হিসেবে ২ উইকেট নেন মাত্র ১৫ রানে। নাসুম, বাবু ও হাশিম ১টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে রংপুরের ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদ উদ্বোধনী জুটিতে মাত্র ৪২ বলেই ৬১ রান করেন। জাহিদ ২৪ বলে ২৭ রান করে ফিরলেও নাসির ৩১ বলে ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। পরে অভিজ্ঞ নাঈম ইসলাম (অপরাজিত ৪০) ও অধিনায়ক আকবর আলী (অপরাজিত ১৯) শেষ ৫৪ রানের জুটি গড়ে ১৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ২০ ওভারে ১৩৬/৮ (মিঠুন ৪৪, মৃত্যুঞ্জয় ২৪; আল মামুন ২/১৫, নাসুম ১/১৭)

রংপুর: ১৭ ওভারে ১৩৮/২ (নাসির ৪৬, নাঈম ৪০*; শেখ পারভেজ ১/১২, আফিফ ১/১৬)

ফলাফল: রংপুর ৮ উইকেটে জয়ী

রংপুরের এই জয়ের গল্পটি শুধুমাত্র ফাইনালের ম্যাচ নয়, পুরো মৌসুমজুড়ে ধৈর্য, আত্মবিশ্বাস ও পুনর্জাগরণের প্রতিফলন। লিগ পর্বে অনিয়মিত পারফরম্যান্সের পর নকআউট পর্যায়ে দলটি হয়ে ওঠে আত্মবিশ্বাসী ও পরিকল্পিত ক্রিকেট খেলা একটি শক্তিশালী দল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ফের জাতীয় লিগ চ্যাম্পিয়ন রংপুর

Update Time : 10:22:20 am, Monday, 13 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে আবারও রাজত্ব দেখাল রংপুর। প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও শিরোপা জিতল উত্তরবঙ্গের দলটি। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগের বিপক্ষে ৮ উইকেটে জয় দিয়ে আকবর আলীর নেতৃত্বাধীন রংপুর চ্যাম্পিয়ন হয়েছেন।

লিগ পর্বে তিনটি ম্যাচ হারের পর পেছনে থাকা রংপুর এলিমিনেটর খেলায় টিকে থেকে ফাইনালে পৌঁছায়। এলিমিনেটরসহ পরবর্তী তিনটি ম্যাচে ধারাবাহিক জয় পেয়ে টানা দ্বিতীয়বারের শিরোপা ধরে রাখল দলটি।

ফাইনালে টসে জিতে রংপুর খুলনাকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচের প্রথম ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি বলে ওপেনার মোহাম্মদ ইমরানউজ্জামান স্লিপে অনিক সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সৌম্য সরকার ও এনামুল হক বিজয় আগের উইকেটের আগেই আউট হওয়ায় খুলনা ভেঙে পড়ে। ১২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৯ রানে পৌঁছানো খুলনা ইনিংসে আফিফ হোসেন ও শেখ পারভেজ জীবনও কাঙ্খিত অবদান রাখতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন একমাত্র নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ৩২ বলে ৪৪ রান করেন, কিন্তু আল মামুনের দুটি উইকেটে ১৮তম ওভারে তিনি ও অভিষেক দাস ফেরেন। শেষ পর্যন্ত খুলনা ২০ ওভারে ১৩৬/৮ রানে অলআউট হয়।

রংপুরের পক্ষে আল মামুন সর্বোচ্চ সফল বোলার হিসেবে ২ উইকেট নেন মাত্র ১৫ রানে। নাসুম, বাবু ও হাশিম ১টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে রংপুরের ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদ উদ্বোধনী জুটিতে মাত্র ৪২ বলেই ৬১ রান করেন। জাহিদ ২৪ বলে ২৭ রান করে ফিরলেও নাসির ৩১ বলে ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। পরে অভিজ্ঞ নাঈম ইসলাম (অপরাজিত ৪০) ও অধিনায়ক আকবর আলী (অপরাজিত ১৯) শেষ ৫৪ রানের জুটি গড়ে ১৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ২০ ওভারে ১৩৬/৮ (মিঠুন ৪৪, মৃত্যুঞ্জয় ২৪; আল মামুন ২/১৫, নাসুম ১/১৭)

রংপুর: ১৭ ওভারে ১৩৮/২ (নাসির ৪৬, নাঈম ৪০*; শেখ পারভেজ ১/১২, আফিফ ১/১৬)

ফলাফল: রংপুর ৮ উইকেটে জয়ী

রংপুরের এই জয়ের গল্পটি শুধুমাত্র ফাইনালের ম্যাচ নয়, পুরো মৌসুমজুড়ে ধৈর্য, আত্মবিশ্বাস ও পুনর্জাগরণের প্রতিফলন। লিগ পর্বে অনিয়মিত পারফরম্যান্সের পর নকআউট পর্যায়ে দলটি হয়ে ওঠে আত্মবিশ্বাসী ও পরিকল্পিত ক্রিকেট খেলা একটি শক্তিশালী দল।