গণমাধ্যম একটি দেশ ও জাতীর কল্যাণে কাজ করে। অন্যায়ের বিরুদ্ধে, সত্যের আয়না রূপে তথ্য প্রকাশ করে। তেমনি….
বিশ্বাসের প্রতিধ্বনি, বিশ্বাস নিয়ে এগিয়ে যাবে মানুষের মাঝে, আর মানুষের মাঝে বিশ্বাসের হৃদয়ের স্পন্দন থেকে, ঐক্য তৈরি করার, আমাদের ঐক্য বিশ্বাসের ঐক্য, আমাদের ঐক্য সত্যকে ফুটিয়ে তোলা, আমাদের ঐক্য মিথ্যাকে মিথ্যা প্রমাণ করা এবং দেশের জন্য প্রাণ খুলে কাজ করার জন্যই বিশ্বাসের প্রতিধ্বনি। আজকের এই বিশ্বাসের প্রতিধ্বনি, যেন অফুরন্ত প্রতিধ্বনি হয়ে থাকবে এবং নিপীড়িত মানুষগুলি বিশ্বাসের আস্থা খুঁজে পাবে। তাই বিশ্বাসের প্রতিধ্বনিকে এক অন্যরকম হিসেবেই পাবে মানুষ, বাংলাদেশের আনাচে, কানাচে, সুখে দুঃখে মানুষের পাশে থাকবে বিশ্বাসের প্রতিধ্বনি। সত্যকে খুঁজবে বিশ্বাসের প্রতিধ্বনি, যেখানে শুধু মিথ্যা জর্জরিত সেখানেই ফুটে উঠবে বিশ্বাসের প্রতিনিধি। অনিয়ম থেকে নিয়মের দেখানোর চেষ্টা মাত্র আমাদের, প্রতি স্তরের মানুষের হৃদয়ের স্পন্দনের মধ্যে পাওয়া যাবে, বিশ্বাসের প্রতিদিনকে ? খুঁজবে মানুষ।
সকলে আমাদের পাশে থাকবেন, আপনার অনুসন্ধানি দৃষ্টিতে অসংঘতি দেখা দিলেই আমাদের মেইল বা কল করে জানাবেন।
ধন্যবাদ
প্রকাশকঃ মোঃ আসাদুল করিম (রাজু)
Reporter Name 



















