বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ পিআরসহ নানা দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের রাজপথের কর্মসূচিকে ‘অহেতুক চাপ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথের কর্মসূচি জনগণের জন্য শুভ নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বিএনপি পিআর এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আট দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পাঁচ আগস্টের পর কোনো সমস্যা নিয়ে বিএনপি রাজপথে নামেনি। বিএনপি মনে করে, আলোচনার মধ্যে দিয়েই দেশের সব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, দেশের বাহিরে নয়, দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নিজেদেরই নিতে হবে।
এর আগের দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্যা সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করেনা। এটি যদি হয়, তাহলে তা হবে ‘ভয়ঙ্কর চর্চা।’
তিনি বলেন, বিভিন্ন যে দাবিগুলো নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হচ্ছে, তা সঠিক নয়। এগুলো আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারে।
Reporter Name 



















