বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধবিহার কর্তৃক দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও ভক্ত অনুসারীদের মাঝে উপকরণ প্রদান করা হয় বৌদ্ধবিহারের পক্ষ থেকে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাথরঘাটা সূর্যাপুর ঐতিহাসিক বৌদ্ধবিহার কমপ্লেক্সে চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, আটাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, ঐতিহাসিক পাহারপুর বৌদ্ধবিহারের সাংস্কৃতিক সম্পাদক দিলিপ মালো, সূর্যাপুর মহেশ্বরী দাসী বৌদ্ধবিহারের সভাপতি মৃগাংগ সরকার, ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধবিহার এতিমখান খানার অধ্যক্ষ সুশীলপ্রিয় ভিক্ষু প্রমুখ।
Reporter Name 






















