9:36 pm, Saturday, 8 November 2025

পটুয়াখালী ভার্সিটিতে, “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক ওয়ার্কশপ

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “সিটিজেন চার্টার কেবল একটি নথি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের কাজের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এক কার্যকর হাতিয়ার। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সবাই তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে। সেবাপ্রার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব দৃশ্যমান হবে। তাই এই কর্মশালার গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, “যেকোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা, বাস্তবায়ন এবং জবাবদিহিতার ওপর। সিটিজেন চার্টার সেই দিকনির্দেশনা দেয়। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে সবাইকে এই চার্টার সম্পর্কে সচেতন হতে হবে এবং তা অনুসরণ করতে হবে।”

ওয়ার্কশপে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর বদিউজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর আবুল বাশার খান। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দফতরের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

পটুয়াখালী ভার্সিটিতে, “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক ওয়ার্কশপ

Update Time : 04:35:18 pm, Tuesday, 23 September 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ এর সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “সিটিজেন চার্টার কেবল একটি নথি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের কাজের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এক কার্যকর হাতিয়ার। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সবাই তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে। সেবাপ্রার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব দৃশ্যমান হবে। তাই এই কর্মশালার গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, “যেকোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা, বাস্তবায়ন এবং জবাবদিহিতার ওপর। সিটিজেন চার্টার সেই দিকনির্দেশনা দেয়। বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে সবাইকে এই চার্টার সম্পর্কে সচেতন হতে হবে এবং তা অনুসরণ করতে হবে।”

ওয়ার্কশপে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর বদিউজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর আবুল বাশার খান। দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দফতরের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।