5:38 am, Wednesday, 12 November 2025

নৌপরিবহন উপদেষ্টার দুবাইয়ে World Maritime Day Parallel Event-এ অংশগ্রহণ

  • Reporter Name
  • Update Time : 03:31:20 pm, Saturday, 4 October 2025
  • 27 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) এর “World Maritime Day Parallel Event 2025”-এ অংশগ্রহণ করেছেন। প্রতি বছর আইএমও কর্তৃক মনোনীত দেশে আয়োজন হওয়া এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। চলতি বছর ৩০ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর পর্যন্ত এটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে আর আগামী বছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার সিউলে।

উক্ত প্যানেল অনুষ্ঠানে নৌপরিবহন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা “Capacity Building for Sustainable Oceans” শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশকে এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ড. সাখাওয়াত হোসেন তার আলোচনায় টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি (Blue Economy) উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্যানেল ও বৈঠকের পাশাপাশি উপদেষ্টা অন্যান্য দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা বিশেষভাবে আসন্ন IMO কাউন্সিল নির্বাচনে (ডিসেম্বর ২০২৫)
সি ক্যাটাগরিতে সদস্য পদে বাংলাদেশের পক্ষে আইএমওভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেন।

এই ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ বাংলাদেশকে নৌপরিবহন খাতে বৈশ্বিক পরিমণ্ডলে দৃঢ় অবস্থান নিশ্চিত করার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে সহায়তা করবে এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

নৌপরিবহন উপদেষ্টার দুবাইয়ে World Maritime Day Parallel Event-এ অংশগ্রহণ

Update Time : 03:31:20 pm, Saturday, 4 October 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা (আইএমও) এর “World Maritime Day Parallel Event 2025”-এ অংশগ্রহণ করেছেন। প্রতি বছর আইএমও কর্তৃক মনোনীত দেশে আয়োজন হওয়া এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন খাতের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। চলতি বছর ৩০ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর পর্যন্ত এটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে আর আগামী বছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার সিউলে।

উক্ত প্যানেল অনুষ্ঠানে নৌপরিবহন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা “Capacity Building for Sustainable Oceans” শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করে বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশসহ অন্যান্য দেশকে এই প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ড. সাখাওয়াত হোসেন তার আলোচনায় টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, নৌপরিবহন খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সমুদ্রসম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি (Blue Economy) উন্নয়নে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্যানেল ও বৈঠকের পাশাপাশি উপদেষ্টা অন্যান্য দেশের প্রতিনিধি ও কৌশলগত অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের নৌপরিবহন খাতের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়। নৌপরিবহন উপদেষ্টা বিশেষভাবে আসন্ন IMO কাউন্সিল নির্বাচনে (ডিসেম্বর ২০২৫)
সি ক্যাটাগরিতে সদস্য পদে বাংলাদেশের পক্ষে আইএমওভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেন।

এই ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ বাংলাদেশকে নৌপরিবহন খাতে বৈশ্বিক পরিমণ্ডলে দৃঢ় অবস্থান নিশ্চিত করার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বলে সহায়তা করবে এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করবে।