ইংরেজি দৈনিক ডেইলী স্টার পত্রিকার ১২ নাম্বার পাতায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সংবাদটির প্রতি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ঢাকা এর দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলাসমূহকে নিয়ে কুমিল্লা বিভাগ গঠনের জন্য আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর দিকে যেকোনো দিন প্রশাসনিক পুনর্ববিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাব উত্থাপন করা হবে ও একই সাথে এই প্রস্তাব পাশ করানো হবে। ডেইলি স্টার পত্রিকার ভাষ্য অনুযায়ী নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ঢাকা সরকারকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হতে বিরত থাকার জোর অনুরোধ জানাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়কালে নতুন বিভাগ গঠন বিষয়ে নোয়াখালী অঞ্চলের ৩ জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জনগণের সাথে সরকারের পক্ষ হতে কোন প্রকার গণশুনানি করা হয়নি।
নতুন বিভাগ গঠন বিষয়ে নোয়াখালী অঞ্চলের ৩ জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জনগণের সাথে কোনো প্রকার গণশুনানী না করে বা কোন আলোচনা সভা এবং মতবিনিময় সভা না করে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের ৮০ নম্বর ক্রমিকে কোন এখতিয়ার বলে কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব করেছে এটা নোয়াখালী সহ বৃহত্তর নোয়াখালী বাসী সরকারের নিকট জানতে চায়। নোয়াখালী জেলা সমিতি, ঢাকা।
মনে করে, নতুন বিভাগ গঠনের পূর্বে নোয়াখালী অঞ্চলের ৩ জেলা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার জনগণের সাথে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ কর্তৃক অর্থবহ গণ শুনানি বা আলোচনা সভা করে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ঢাকা এও মনে করে যে, নতুন বিভাগ যে সকল জেলা নিয়ে গঠিত হবে সে সকল জেলার জনসাধারণের সাথে কোন প্রকার গণশুনানি না করে বা কোন আলোচনা সভা এবং মতবিনিময় সভা না করে নতুন বিভাগ গঠনের প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া সংবিধানের ৭ এর ( ১) ও (২)অনুচ্ছেদ অনুযায়ী সম্পূর্ণ বেআইনি ও এখতিয়ার বহির্ভূত কার্যক্রম।
নতুন বিভাগ যে সকল জেলা নিয়ে গঠিত হবে সে সকল জেলার জনসাধারণের সাথে কোন প্রকার গণশুনানি না করে বা কোন আলোচনা সভা এবং মতবিনিময় সভা না জনপ্রশাসন সংস্কার কমিশন জুলাই সনদের ৬৫ নম্বর ক্রমিকে কোন এখতিয়ার বলে কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব করেছে?
যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ৭(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে।
অথচ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনগণের কোনো মতামত গ্রহণ না করে জুলাই সনদের ৮০ নম্বর ক্রমিকে কুমিল্লা কে বিভাগ করার প্রস্তাব দেয়া হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি এবং বাংলাদেশের সংবিধানের ৭(১) ও (২) অনুচ্ছেদের চরম লংঘন।
নতুন বিভাগ ঘোষণার আগে বৃহত্তর নোয়াখালীবাসী সহ যে সকল জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা হবে সে সকল জেলার জনগণের সাথে গণশুনানী বা আলোচনা সভা করতে হবে, মতবিনিময় সভা করতে হবে এবং তারপরই কেবল সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।
নতুন বিভাগ গঠন বিষয়ে বৃহত্তর নোয়াখালীবাসী সহ অন্য জেলাগুলোর জনগণ কি চায় সরকারকে আগে সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলাগুলোর নিকট থেকে লিখিত আকারে নিতে হবে।
এর বাইরে অন্য কোন সিদ্ধান্ত বৃহত্তর নোয়াখালীবাসীর উপর চাপিয়ে দেয়া চলবে না এবং জনগণ সরকারের এ জাতীয় সিদ্ধান্ত মানবে না।
নোয়াখালীবাসী অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন চায়। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ১৯৯০ সাল থেকে ঢাকা ও নোয়াখালীর রাজপথে জোরালো আন্দোলন চলে আসছে।
আমরা আরও দৃঢ় কন্ঠে জানাতে চাই, প্রায় ৮০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত বৃহত্তর নোয়াখালী এখন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর অনেক দেশেরও জনসংখ্যা ৮০ লক্ষ নেই। মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইন এবং আমাদের পার্শ্ববর্তী মালদ্বীপ, ভুটান, সিংগাপুর, ব্রুনাইসহ অনেক দেশেরই জনসংখ্যা ৮০ লক্ষ থেকে অনেক অনেক কম।
এ অবস্থায় রাজধানী ঢাকা হতে প্রায় ১৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত জেলা নোয়াখালীকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালী এবং এর পাশ্ববর্তী জেলাসমূহকে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
উল্লেখ করার মতো একটি বিষয় হচ্ছে, একদম রাজধানী ঢাকা লাগোয়া এবং রাজধানী ঢাকা হতে মাত্র ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত জেলা কুমিল্লা যা কিনা সড়ক পথে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পথ। রাজধানী ঢাকার এত কাছের জেলা কোনো ভাবেই বিভাগ হতে পারেনা বলে প্রশাসন বিষয়ে বিশেষজ্ঞগণ মনে করেন। কুমিল্লা জেলা সদর হতে মাত্র ৬/৭ কিলোমিটার পূর্ব দিকেই বিবিরবাজারের পরে ভারতের ত্রিপুরার সোনামুড়া বাজার এবং দক্ষিণ ত্রিপুরা ও সিপাহিজলা জেলা অবস্থিত। আবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা তো ঢাকা হতে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী ঢাকার খুব কাছাকাছি কুমিল্লায় আরেকটা প্রশাসনিক ইউনিট বা বিভাগীয় দপ্তর কোনোভাবেই হতে পারেনা।
রাজধানী ঢাকা হতে ১৭০ কিলোমিটার দূরের জেলা নোয়াখালীকেই বিভাগ ঘোষণা করতে হবে। ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলার জন্য নোয়াখালী জেলাই সেন্টার পয়েন্ট জেলা হয় এবং নোয়াখালীর চৌমুহনীকে কেন্দ্র করেই নতুন বিভাগ গঠন করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি 
























