1:59 pm, Friday, 14 November 2025

নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে আগামী নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবিল ও উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (০৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরণের সমস্যা হবে না। পার্শ্ববর্তী দেশ অনেক গুজব রটায়, দেশের মিডিয়ায় সত্য ঘটনা আসার কারণে গুজব অনেক কমে গেছে বলেও জানান তিনি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যদের জামিন বিষয়ে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার, তবে জামিনে এসে তারা যদি অপরাধ করে সেটা করতে দেয়া হবে না।

গাজীপুরকে হ্যাপেনিং সিটি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে অনেক কিছুই ঘটে যার সবটা সত্যি না। মাদক নির্মূলে সবার সচেতনতা জরুরি।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদুল্লাহ্ মিয়ান, জিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিটি কর্পোরেশন সিইও মুহাম্মদ সোহেল হাসান, সেনা প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : 02:39:27 pm, Wednesday, 5 November 2025

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে আগামী নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবিল ও উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (০৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরণের সমস্যা হবে না। পার্শ্ববর্তী দেশ অনেক গুজব রটায়, দেশের মিডিয়ায় সত্য ঘটনা আসার কারণে গুজব অনেক কমে গেছে বলেও জানান তিনি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যদের জামিন বিষয়ে তিনি বলেন, এটি আদালতের এখতিয়ার, তবে জামিনে এসে তারা যদি অপরাধ করে সেটা করতে দেয়া হবে না।

গাজীপুরকে হ্যাপেনিং সিটি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে অনেক কিছুই ঘটে যার সবটা সত্যি না। মাদক নির্মূলে সবার সচেতনতা জরুরি।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদুল্লাহ্ মিয়ান, জিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিটি কর্পোরেশন সিইও মুহাম্মদ সোহেল হাসান, সেনা প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।