বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনের অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। নতুন বিধানের কারণে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গত সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদ, স্থানীয় সরকার সংস্থা, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। এছাড়া কোনো সরকারি পদে নিয়োগপ্রাপ্তও হতে পারবেন না। তবে ট্রাইব্যুনালে খালাসপ্রাপ্ত বা অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হয়ে সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণের পথ এখন বন্ধ হয়ে গেছে।
Reporter Name 



















