নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পাওনাদারের চাপে হতাশা থেকে স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি সাত তলা ভবনের চার তলার ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও শিশু সন্তান আফরান (৪)। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) তারেক আল মেহেদী বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিলো। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তিন জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করে। সে থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন।
Reporter Name 



















