4:30 am, Wednesday, 12 November 2025

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন

  • Reporter Name
  • Update Time : 04:14:56 pm, Friday, 26 September 2025
  • 28 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করছে বাহিনীটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সারাদেশে মোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ স্থাপিত হয়েছে।

পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত সব ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল কাজ করছে।

এছাড়া প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে। র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।

দেশের সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বা নাশকতার পরিকল্পনা করলে দ্রুত র‌্যাবকে অবহিত করতে হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, পূর্বের মতো এ বছরও সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক দায়িত্ব পালন করবে র‌্যাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন

Update Time : 04:14:56 pm, Friday, 26 September 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করছে বাহিনীটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সারাদেশে মোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ স্থাপিত হয়েছে।

পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত সব ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে মোট ২৮১টি টহল দল কাজ করছে।

এছাড়া প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে। র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।

দেশের সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে র‌্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে বা নাশকতার পরিকল্পনা করলে দ্রুত র‌্যাবকে অবহিত করতে হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, পূর্বের মতো এ বছরও সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সর্বাত্মক দায়িত্ব পালন করবে র‌্যাব।