বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবপুর এলাকার ৬নং ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী “লাবিবা পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে আসা “সেলফি পরিবহন” নামের আরেকটি বাসও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভোরবেলা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি অনেক বেশি থাকে এবং চালকেরা নিয়ম না মেনে ওভারটেক করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটাচ্ছেন। তারা এক্সপ্রেসওয়েতে কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।
Reporter Name 






















