বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ আজকে পুরো ঢাকা ডিভিশনে হিফজুল কুরআন প্রতিযোগীতার বাছাইপর্বে ৩০পারা গ্রুপে ১ম স্থান অর্জন করলো জামিয়া কাশিফুল উলুম ঢাকা এর কৃতি ছাত্র হাফেজ তানজিমুল ইসলাম বিন মুফতী হুজাইফা আল হিজাজী। অভিনন্দন তানজিম ও তার শিক্ষকদেরকে।
এছাড়াও বাচাইপর্বে আরো ৫জন গ্রান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ ।
প্রতিযোগীতার আয়োজক ছিল, ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
পুরো ঢাকা সিটি ও ঢাকা বিভাগের শতশত হিফজ মাদরাসার মধ্যে জামিয়া কাশিফুল উলুম ঢাকা প্রথমস্থান অর্জন সহ ঈর্ষান্বিত সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। ফাইনাল রাউন্ডে সকলের জন্য শুভকামনা রইল। সবার কাছে দুআ চাই।

Reporter Name 



















