9:31 pm, Saturday, 8 November 2025

ঢাকায় আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 05:57:51 pm, Tuesday, 16 September 2025
  • 70 Time View

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কায়সার আহম্মদ।

ডিএমপির মিডিয়া শাখা জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মিরপুর, উত্তরা, লালবাগ, মোহাম্মদপুর, তুরাগ, ডেমরা, ক্যান্টনমেন্ট, কোতোয়ালি, দারুসসালাম ও উত্তরা সেক্টর-১২ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবির একাধিক দল।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন— বরগুনার বেতাগী উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২), গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬) এবং দফতর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫), ঢাকা উত্তর সিটি করপোরেশনের কৃষক লীগের সহসভাপতি মো. সোলেমান (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪), টাঙ্গাইলের বাসাইল উপজেলার চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কাজী অলিদ ইসলাম (৫৪), ক্যান্টনমেন্ট থানার শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭), ঢাকা মহানগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. সজিব খান (৩৩), দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান (৪৯) এবং কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

ঢাকায় আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : 05:57:51 pm, Tuesday, 16 September 2025

বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কায়সার আহম্মদ।

ডিএমপির মিডিয়া শাখা জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মিরপুর, উত্তরা, লালবাগ, মোহাম্মদপুর, তুরাগ, ডেমরা, ক্যান্টনমেন্ট, কোতোয়ালি, দারুসসালাম ও উত্তরা সেক্টর-১২ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবির একাধিক দল।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন— বরগুনার বেতাগী উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২), গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬) এবং দফতর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫), ঢাকা উত্তর সিটি করপোরেশনের কৃষক লীগের সহসভাপতি মো. সোলেমান (৪৪), ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪), টাঙ্গাইলের বাসাইল উপজেলার চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কাজী অলিদ ইসলাম (৫৪), ক্যান্টনমেন্ট থানার শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭), ঢাকা মহানগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. সজিব খান (৩৩), দারুসসালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান (৪৯) এবং কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি।