নিউজ ডেস্কঃ ছাত্র রাজনীতির আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির, জাতীয়তাবাদী দলের ছাত্রদল, বৈষম্য বিরোধী আন্দোলনের এনসিপি, বাম রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্বতন্ত্র প্রাথীদের মাঝে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পাঁচ পৃষ্ঠার ব্যালটে পছন্দের প্রাথীকে ভোট দিবেন ভোটাররা। হলের বাহিরে আটটি ভোট কেন্দ্রে ভোট দিবেন ভোটাররা। অন্যবারের চেয়ে এবার ব্যালটের আকার বেড়েছে। ভোট হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।
২৮টি পদের জন্য প্রার্থী ৪৭১ জন। অন্যদিকে ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য ১৩ টি করে পদ। যেখানে হল সংসদের ২৩৪ টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। সুতরাং একজন ভোটারকে নিয়ে ভোট দিতে হবেন ৪১টি ভোট।
ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক ভোটারদের জন্য ভিডিও বার্তার মাধ্যমে কিভাবে ভোট দিতে হবে তা অবগত করা হয়েছে।
Reporter Name 



















