বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম- বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আরও বলেছেন, এই পদ তিনি চাননি। জেন-জি নেতারাই তাঁকে পদে বসিয়েছেন। তাদের সব দাবি পূরণ করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।
নেপালের সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার দেয়া এই সাক্ষাৎকারে ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, জেন জি-র আন্দোলনের সময় হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্তসহ নানা বিষয়ে কথা বলেছেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
বিবিসি: সময়মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তাকে?
সুশীলা কার্কি: আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। আগামী কয়েক দিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলবো আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। একটা পুরোনো ভোটার তালিকা আছে কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ছয় মাসে সেটা করা সম্ভব।
বিবিসি: দুর্নীতির অভিযোগগুলো নিয়ে তদন্ত করার জন্য কোনো কমিশন গঠনের পরিকল্পনা কী আছে?
সুশীলা কার্কি: প্রথমে আমরা ১০-১১ জন সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করবো। কয়েক দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে। কী আকারে দুর্নীতি হয়েছে, সেটা আগে জানা প্রয়োজন। আমরা যদি তদন্ত শুরু করতে পারি, পরবর্তী সরকারও সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে।
বিবিসি: আন্দোলনে সম্পত্তি ও প্রাণহানি তদন্তে গঠিত কমিশনটা কেমন হবে? তাদের কতদিন সময় দেওয়া হবে?
যে কারণে আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপালযে কারণে আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
সুশীলা কার্কি: বর্তমান মন্ত্রিসভায় আমরা মাত্র চারজন সদস্য আছি। আমাদের হাতে সময় আছে ছয় মাস। এই ছয় মাসকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। আমাদের পরিকল্পনা হলো ওই তদন্ত এক মাসের মধ্যে শেষ করার বা বড়জোর দেড় মাস। বিভিন্ন ক্ষেত্রের তিনজন বিশেষজ্ঞ এই তদন্ত করবেন।)
বিবিসি: জেন জিদের একাংশ প্রতিবাদ করছে। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করার কথা ভাবছেন?
সুশীলা কার্কি: তারাই তো সরকার গড়ার জন্য আমাদের নাম প্রস্তাব করেছিল। আমরা তো পদ চাইনি। এটা আমাদের সিদ্ধান্তও ছিল না। হয়তো আমরা সবগুলো দাবি পূরণ করতে পারব না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা সব দায়িত্ব পালন করতে চেষ্টা করবো কিন্তু যদি কিছু অপূর্ণ থেকে যায় তাহলে পরবর্তী সরকার আর সংসদ দায়িত্ব নেবে।
Reporter Name 



















