বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে আজ চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ও কমিশনের সদস্যরা।
বৈঠকের আগে সকাল ১০টায় কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মূল বৈঠকে যাওয়ার আগে এ সভায় সামগ্রিক প্রস্তুতি ও আলোচনার কাঠামো চূড়ান্ত করা হবে।
কমিশন সূত্র জানিয়েছে, সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও নাগরিক অধিকার নিশ্চিতকরণসহ ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পূর্ণ ঐক্যমত্য তৈরি হয়নি।
আজকের বৈঠকে মূলত দেখা হবে- দলগুলোর অবস্থান কতটা কাছাকাছি এসেছে এবং মতপার্থক্য কতটা কমেছে। কমিশনের আশা, আজ অন্তত বাস্তবায়ন কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরিষ্কার অবস্থান পাওয়া যাবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের কিছু সুপারিশও বৈঠকে প্রস্তাব আকারে উপস্থাপন করা হতে পারে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে একটি বাস্তবায়ন কাঠামোর প্রস্তাব দিয়েছিল কমিশন। প্রস্তাবে বলা হয়েছিল, অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কার প্রস্তাবগুলোকে ভিত্তি করে একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে, যা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে সেই আদেশ নিয়ে গণভোট আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে আদেশটির গণতান্ত্রিক বৈধতা নিশ্চিত করা সম্ভব হবে।
তবে এ প্রস্তাবের সঙ্গে একমত হয়নি বিএনপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল। তারা সংবিধান আদেশ ও নির্বাচনকেন্দ্রিক গণভোটের ধারণা নিয়ে প্রশ্ন তোলে এবং বিকল্প পদ্ধতির প্রয়োজনীয়তার কথা জানায়। ফলে আজকের বৈঠকেই স্পষ্ট হবে কমিশনের প্রস্তাব কতটা গৃহীত হচ্ছে। ঐকমত্য গঠনের সম্ভাবনা কতদূর এগিয়েছে।
কমিশন সূত্র আরও জানিয়েছে, আজ আলোচনায় সিদ্ধান্তে না পৌঁছালে বৈঠক আরও এক দিন বাড়ানো হতে পারে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবরের মধ্যেই রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরসহ জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সংস্করণ প্রকাশ করতে চায় কমিশন।
জুলাই জাতীয় সনদ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। খসড়া তৈরির পুরো প্রক্রিয়ায় অংশ নিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কমিশনের আশাবাদ, আজকের বৈঠকের মধ্য দিয়ে বাস্তবায়ন কাঠামো নিয়ে অন্তত একটি মৌলিক ঐক্যমত্য গড়ে উঠবে। তেমনটা হলে জুলাই সনদ বাস্তবায়নের পথ প্রায় উন্মুক্ত হয়ে যাবে।
Reporter Name 



















