নিউজ ডেস্কঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মুস্তাফিজ হাসান নামের এক ওসি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওসির স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, মুস্তাফিজ হাসান সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত মুস্তাফিজ হাসান নওগাঁ জেলায় ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঘাতক বাসচালক সুমকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।
Reporter Name 



















