4:55 am, Wednesday, 12 November 2025

গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান

  • Reporter Name
  • Update Time : 11:41:31 pm, Thursday, 11 September 2025
  • 27 Time View

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তিনি। এ সময় তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ার বিষয়ে মাওলানা আফজাল হোসাইন সমকালকে বলেন, ‘১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি।’

তবে এরপরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। তবে নেতাকর্মীদের এখনও সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ভালো করেছে, সেই উৎসাহ থেকেই তারা রাত জেগে ফলের জন্য অপেক্ষা করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট এলাকায় প্রায় ২০০, প্রান্তিক গেট এলাকায় প্রায় ২০০ এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের শতাধিক সমর্থক অপেক্ষা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিষয়টি আমি জানি না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাবির ২১ হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট নিয়ে নানা অভিযোগ তুলে বিকেলে ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল এ নির্বাচন বর্জন করে। একইসঙ্গে তারা নতুন করে জাকসু নির্বাচনের দাবি জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল

গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান

Update Time : 11:41:31 pm, Thursday, 11 September 2025

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তিনি। এ সময় তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ার বিষয়ে মাওলানা আফজাল হোসাইন সমকালকে বলেন, ‘১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি।’

তবে এরপরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। তবে নেতাকর্মীদের এখনও সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ভালো করেছে, সেই উৎসাহ থেকেই তারা রাত জেগে ফলের জন্য অপেক্ষা করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট এলাকায় প্রায় ২০০, প্রান্তিক গেট এলাকায় প্রায় ২০০ এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের শতাধিক সমর্থক অপেক্ষা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বিষয়টি আমি জানি না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাবির ২১ হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট নিয়ে নানা অভিযোগ তুলে বিকেলে ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল এ নির্বাচন বর্জন করে। একইসঙ্গে তারা নতুন করে জাকসু নির্বাচনের দাবি জানিয়েছে।