2:49 pm, Friday, 14 November 2025

এশিয়া কাপে উড়ন্ত সূচনা টাইগারদের

  • Reporter Name
  • Update Time : 11:55:12 pm, Thursday, 11 September 2025
  • 34 Time View

নিউজ ডেস্কঃ হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশ টাইগার বাহিনী। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন।

তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিমও ১৮ বলে ১৪ রান করে। খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোঙর করাতে থাকেন। এক সময় দুই জন তুলে নেন ৫০ রানের জুটিও, যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার।

পরবর্তীতে অধিনায়ক লিটন তুলে নেন ৩৩ বলে নিজের অর্ধশতক। জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোটে ১৪ রান। হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে। তবে দলের জয় থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ৫৯ রানেই ফিরে যান টাইগার অধিনায়ক। পরে হৃদয়ের অর্ধশতকের আগেই ১৪ বল বাকি থাকতে, দলের হয় নিশ্চিত হয়ে যায়। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৫ রানে।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ দল। এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হংকং।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি, এই ব্যাটার ফেরেন ৪ রানে।শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব।

পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এই ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা।

মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। পরে হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা টাইগারদের

Update Time : 11:55:12 pm, Thursday, 11 September 2025

নিউজ ডেস্কঃ হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশ টাইগার বাহিনী। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন।

তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিমও ১৮ বলে ১৪ রান করে। খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোঙর করাতে থাকেন। এক সময় দুই জন তুলে নেন ৫০ রানের জুটিও, যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার।

পরবর্তীতে অধিনায়ক লিটন তুলে নেন ৩৩ বলে নিজের অর্ধশতক। জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোটে ১৪ রান। হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে। তবে দলের জয় থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ৫৯ রানেই ফিরে যান টাইগার অধিনায়ক। পরে হৃদয়ের অর্ধশতকের আগেই ১৪ বল বাকি থাকতে, দলের হয় নিশ্চিত হয়ে যায়। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৫ রানে।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ দল। এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হংকং।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি, এই ব্যাটার ফেরেন ৪ রানে।শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব।

পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এই ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা।

মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। পরে হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।