8:46 pm, Saturday, 8 November 2025

ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত

গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও হাসপাতালগুলো জানিয়েছে, রোববার ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৩৩ জন বলে জানানো হয়েছিল। এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় নয় দিন আগে করা যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।’

গাজার চারটি হাসপাতালও এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, নিহত ও আহতদের এসব হাসপাতালে আনা হয়।

নুসাইরাতের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজায় একাধিক হামলায় ২৪ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন।

আল-আকসা হাসপাতাল জানিয়েছে, আশপাশের বোমা হামলায় নিহত ১২ জনকে সেখানে আনা হয়।

খান ইউনিসের নাসের হাসপাতাল ৫ জন ও গাজা সিটির আল-শিফা হাসপাতাল ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে বাসসাল বিভিন্ন হামলার বিস্তারিত জানিয়েছিলেন।

তিনি বলেন, মধ্য গাজার জুয়াইদা শহরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন। নুসাইরাতের কাছে দুইটি পৃথক হামলায় শিশুসহ আরও ৬ জন নিহত হয় এবং ১৩ জন আহত হয়।

তিনি আরও জানান, খান ইউনিসের উত্তরে আসদা সিটির কাছাকাছি বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে একটি ড্রোন আঘাত হানলে একজন নারী ও দুই শিশু নিহত হয়। জুয়াইদা শহরের পশ্চিম অংশে চালানো ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ দুইজন নিহত হন।

নুসাইরাতের আল-আহলি ক্লাব এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন, তিনি যোগ করেন।

সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাংশে একটি ভবনের অ্যাপার্টমেন্টে হামলায় একজন নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা হতাহতের ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত

Update Time : 11:33:17 am, Monday, 20 October 2025

গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও হাসপাতালগুলো জানিয়েছে, রোববার ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৩৩ জন বলে জানানো হয়েছিল। এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় নয় দিন আগে করা যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।’

গাজার চারটি হাসপাতালও এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, নিহত ও আহতদের এসব হাসপাতালে আনা হয়।

নুসাইরাতের আল-আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজায় একাধিক হামলায় ২৪ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন।

আল-আকসা হাসপাতাল জানিয়েছে, আশপাশের বোমা হামলায় নিহত ১২ জনকে সেখানে আনা হয়।

খান ইউনিসের নাসের হাসপাতাল ৫ জন ও গাজা সিটির আল-শিফা হাসপাতাল ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে বাসসাল বিভিন্ন হামলার বিস্তারিত জানিয়েছিলেন।

তিনি বলেন, মধ্য গাজার জুয়াইদা শহরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন। নুসাইরাতের কাছে দুইটি পৃথক হামলায় শিশুসহ আরও ৬ জন নিহত হয় এবং ১৩ জন আহত হয়।

তিনি আরও জানান, খান ইউনিসের উত্তরে আসদা সিটির কাছাকাছি বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে একটি ড্রোন আঘাত হানলে একজন নারী ও দুই শিশু নিহত হয়। জুয়াইদা শহরের পশ্চিম অংশে চালানো ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ দুইজন নিহত হন।

নুসাইরাতের আল-আহলি ক্লাব এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন, তিনি যোগ করেন।

সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাংশে একটি ভবনের অ্যাপার্টমেন্টে হামলায় একজন নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা হতাহতের ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে।