বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। বুধবার (২ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা স্ট্রিমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, জো বাইডেন প্রশাসনের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ভিন্ন। তারা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না।
এর আগে একতরফাভাবে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র থেকে দুটি অলাভজনক প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসেছিল। প্রতিষ্ঠান দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।
২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল বিএনপিসহ দেশের বড় রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগে ২০২৩ সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, যারা নিজ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, সেসব বাংলাদেশির ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। কাজেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই নীতি ঘোষণা করেছি।
Reporter Name 






















