নিউজ ডেস্কঃ দিনব্যাপী পূণ্যভূমি সিলেটে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়।
৫ সেপ্টেম্বর শুক্রবার হোটেল ইস্তাম্বুলের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার (সিওও) মোঃ শাহাদাত হোসেন।
সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন।
সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরীতে যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাগণের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সভায় সারাদেশ থেকে প্রায় শতাধিক বাছাইকৃত বিএম ও এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।