নিউজ ডেস্কঃ তারকাসমৃদ্ধ কয়েকজনকে ছাড়াই এবারের নেপাল সফর করছে বাংলাদেশ দল। লিস্টার সিটি থেকে ছাড়পত্র না দেওয়ায় হামজা চৌধুরী আসতে পারেননি। একই কারণে এই উইন্ডোতে নেই কানাডিয়ান লিগে খেলা শমিত সোমও। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনামে থাকায় কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম ও শেখ মোরসালিনের মতো ফুটবলার নেই। দলের সবাই বেশি মিস করছেন ইংল্যান্ডপ্রবাসী হামজাকে।
অবশ্য বাংলাদেশ কোচ ক্যাবেরার বিশ্বাস হামজাকে ছাড়াই তাঁর দল নেপালকে হারাতে পারবে, ‘হামজা নেই, শমিতও নেই, অনেকে অনূর্ধ্ব-২৩ দলে আছে। তবে সত্যি বলতে, কয়েক মাস আগেও আমরা প্রায় একই দল নিয়ে উচ্চপর্যায়ে খেলেছি। এই দলের ৯৫ শতাংশ খেলোয়াড়ই ছিল ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে; যেখানে আমরা দারুণ খেলেছি। এছাড়া লেবানন, ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় শতভাগ খেলোয়াড়ই তখন দলে ছিল। তাই আমরা শক্তিশালী দল এনেছি এখানে, দ্বিতীয় সারির দল নয়। এটি একটি পূর্ণাঙ্গ দল, শক্তিশালী দল। আমরা কঠিন প্রতিযোগিতা আশা করছি।’
হেড টু হেড
ম্যাচ বাংলাদেশ নেপাল ড্র
২৪ ১৩ ৮ ৩
ম্যাচ দুটি যে কঠিন হবে তা সবাই জানে। সে জন্যই গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা মনে করিয়ে দিলেন ২০২২ সালের সেই হারের কথা, ‘বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। আমার একমাত্র অভিজ্ঞতা হলো ২০২২ সালের সেপ্টেম্বরে, তখন আমরা বিরতির সময় ৩-০ গোলে পিছিয়ে ছিলাম। সত্যিই কঠিন লড়াই ছিল। আমরা এবারও খুব শক্ত প্রতিপক্ষ আশা করছি, তবে বিশ্বাস করি এবার আমরা আরও ভালো করব। মাঠের অবস্থা খুব একটা ভালো নয়, তবে আশা করি বৃষ্টি হবে না। যদি বৃষ্টি না হয়, তাহলে দর্শকেরা একটি ভালো খেলা দেখতে পাবেন।’
নেপালের বিপক্ষে একাদশটা কেমন হবে তা এখনও ঠিক করেননি কোচ ক্যাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়া শুরুর একাদশে থাকবেন কিনা সেটি নিয়েও আলোচনা চলছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে শুরু কিংবা বদলিতেও সুযোগ হয়নি জামালের। মাঝে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনেও জামালের দিকে প্রশ্ন ছুটে গিয়েছে তিনি নেপালের বিপক্ষে খেলবেন কিনা? এই প্রসঙ্গে ব্রাদার্স ইউনিয়নের এ মিডফিল্ডার বল ঠেলে দিলেন কোচ ক্যাবেরার কোর্টে। আমি খেলব কী খেলব না, সেটি আমার হাতে নেই। সেটি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে সবাই খেলতে চায়। আমাদের দলে ভালো প্রতিদ্বন্দ্বিতা আছে, আর ফুটবল মানেই প্রতিদ্বন্দ্বিতা। নিজের সর্বোচ্চটা দিলে তবেই হয়তো জায়গা মিলবে দলে।