2:09 pm, Thursday, 11 September 2025

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : 04:50:02 pm, Wednesday, 10 September 2025
  • 8 Time View

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে, নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন।

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের ফেরত আসা সম্ভব হবে।

ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে।

অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে, তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের বিরক্ত না করেই সরে যায়। আমাদের প্রতি কোনও নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনও সংকটের আশঙ্কা করছি না।

তিনি জানান, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে আটকে পড়াদের সঙ্গে। ‘আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে,’ বলেন তিনি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তিরক্ষী বাহিনীর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, যদি জাতিসংঘ রাশিয়া–ইউক্রেন সীমান্তে একটি বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই এমন পরিস্থিতি হলে অবশ্যই অংশ নিতে চাই।

বাংলাদেশ–ভারতের মধ্যে পানিবণ্টন নিয়ে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট পাননি। তথ্য পেলেই আপনাদের জানাবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে: পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : 04:50:02 pm, Wednesday, 10 September 2025

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন যে, নেপালে চলমান অস্থিরতার মধ্যে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ সব বাংলাদেশি নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা দেশে ফিরতে পারবেন।

বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলে তাদের ফেরত আসা সম্ভব হবে।

ভারত হয়ে ফেরত আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে।

অস্থিরতার মধ্যেও বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক নেতাদের খুঁজতে গিয়ে আন্দোলনকারীরা যখন একটি হোটেল তল্লাশি করে, তখন বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল। কিন্তু তাদের বিরক্ত না করেই সরে যায়। আমাদের প্রতি কোনও নেতিবাচক মনোভাব নেই, তাই আমি কোনও সংকটের আশঙ্কা করছি না।

তিনি জানান, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে আটকে পড়াদের সঙ্গে। ‘আমরা আশা করি সবাই নিরাপদে দেশে ফিরবেন, তবে এতে কিছুটা সময় লাগবে,’ বলেন তিনি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে শান্তিরক্ষী বাহিনীর প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, যদি জাতিসংঘ রাশিয়া–ইউক্রেন সীমান্তে একটি বাফার জোনে শান্তিরক্ষী পাঠানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তাই এমন পরিস্থিতি হলে অবশ্যই অংশ নিতে চাই।

বাংলাদেশ–ভারতের মধ্যে পানিবণ্টন নিয়ে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনো কোনো আনুষ্ঠানিক আপডেট পাননি। তথ্য পেলেই আপনাদের জানাবো।