2:11 pm, Thursday, 11 September 2025

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

  • Reporter Name
  • Update Time : 01:17:20 am, Sunday, 7 September 2025
  • 19 Time View

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার খাদুন এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুতই আগুন গোডাউনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, গোডাউনটি খোলামেলা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের আগুন বা এ ধরনের কোনো দাহ্য উৎস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গোডাউনের মালিকপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অনেক টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

Update Time : 01:17:20 am, Sunday, 7 September 2025

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার খাদুন এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুতই আগুন গোডাউনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, গোডাউনটি খোলামেলা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের আগুন বা এ ধরনের কোনো দাহ্য উৎস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গোডাউনের মালিকপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অনেক টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।