বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাড.এ কে এম আনোয়ারুল ইসলাম চান বুধবার দলীয় লোকজন নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন৷
নান্দাইল বাজারের পাট মহাল পূজামণ্ডপে রাত ৮টা দিকে দলীয় লোকজন নিয়ে আসেন। পূজা পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করে, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন৷ তিনি বক্তৃতায় বলেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে অন্যন্য ধর্মের ধর্মীয় মতামত ও আচার-অনুষ্ঠান পালনে সহযোগিতা করা হইবে।
নান্দাইল উপজেলার জামায়াতের আমির আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদ বলেন, আমরা ক্ষমতায় যেতে পারলে কুরআনের আইনে দেশ পরিচালনা করবো, যেমন সৌদিতে যে আইনে দেশ পরিচালনা হচ্ছে । তিনি বলেন, মানুষের অঙ্গ কাটার বিচার চালু কবরো বলে অনেকেই আমাদের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে।
