বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমি আয়োজিত, মরহুম আব্দুল জলিল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে এক ফুটবল প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে।
আগামী ৩ অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে।
প্রীতি ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শারমিনা সাত্তার উপজেলা নির্বাহী অফিসার, নান্দাইল, ময়মনসিংহ।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আকন্দ ওভারসিজ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব শামছুল আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ. এম আজিজুল ইসলাম পিকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব পল্লব রায়।
