2:11 pm, Thursday, 11 September 2025

ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ আজ

  • Reporter Name
  • Update Time : 09:44:46 pm, Tuesday, 9 September 2025
  • 7 Time View

নিউজ ডেস্কঃ আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।

সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত ও দলগুলোর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি হলের প্রাপ্ত ভোটে ছাত্রশিবিরের দুই প্রার্থী এগিয়ে, অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থীে প্রত্যাক্ষান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ আজ

Update Time : 09:44:46 pm, Tuesday, 9 September 2025

নিউজ ডেস্কঃ আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।

সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত ও দলগুলোর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি হলের প্রাপ্ত ভোটে ছাত্রশিবিরের দুই প্রার্থী এগিয়ে, অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থীে প্রত্যাক্ষান।