সত্যের পথে “বিশ্বাসের প্রতিধ্বনি” নতুন ধারার অনলাইন গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করেছে। অসহায়, নিপিড়ীত মানুষের কন্ঠস্বর “বিশ্বাসের প্রতিধ্বনি’র” সমাজ ও রাষ্ট্রে সত্য ও সাহসীকতায় তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করবে। রাজধানীর একটি মসজিদে বিশেষ দোয়ার মধ্য দিয়ে এ পত্রিকাটি যাত্রা শুরু করেছে আজ। পত্রিকার প্রকাশক হিসেবে আছেন মোঃ আসাদুল করিম রাজু, নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করবেন শফিকুর রহমান। পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন গণমাধ্যমের নিবেদিত প্রাণ, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সদস্য, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সবুজবাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মোঃ নূরে আলম।
পত্রিকাটির শুভ যাত্রা পথে রাজধানীর গুলিস্তানের সেন্ট্রাল জামে মসজিদে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহতামিম, মাদিনাতুল উলূম মাদ্রাসা,ইমাম ও খতিব সেন্ট্রাল জামে মার্কাজ মসজিদের মাওলানা মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউনুস , সভাপতি উক্ত মাদ্রাসা ও মসজিদ।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আলামিন প্রধান মোয়াজ্জেম অত্র মসজিদ।
অনুষ্ঠানে পত্রিকাটির নির্বাহী সম্পাদক বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সত্য ও সাহসিকতার প্রতিচ্ছবি হবে “বিশ্বাসের প্রতিধ্বনি”। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন।
প্রকাশক বলেন, বিশ্বাসের প্রতিধ্বনি হবে অপরাধীর আয়না। আমরা তথ্য নির্ভর, সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে কাজ করবো। সবার আগে সব নিউজ পাবেন ইনশাআল্লাহ।
সম্পাদক বলেন, গণমাধ্যম একটি কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় অতিক্রম করছে এরই মাঝে বিশ্বাসের প্রতিধ্বনি পাঠকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে অসহায়ের কথা বলবে অপরাধীর ইসলামের সঠিক তথ্য প্রচারে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।