বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ বরিশাল নগরীতে আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল।
মরদেহটি সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়। নিহত কেকা সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী এবং ঝালকাঠি জেলার যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রহস্যজনক মৃত্যু নগরজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, জাতীয় সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাড়িতে ঢুকে খাটে শোয়া অবস্থায় মরদেহটি দেখা যায়। মহিলা পুলিশ মরদেহ চেক করার সময় এক অংশে রক্ত জমাট থাকতে লক্ষ্য করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, কেকাকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে এবং মৃত্যুর খবর চাপা রাখা হয়েছে। রুমের বাইরে স্বামী লিটু একটি রামদা নিয়ে বসে ছিলেন এবং কাউকে রুমে প্রবেশ করতে দেননি।
কেকার মেয়ে দিতান জানিয়েছেন, বিকেল থেকে মায়ের সাড়া শব্দ না পেয়ে রাতে দরজা খোলার পর তাকে মৃত অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেছেন। কেকা দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার আগে হার্টে রিং পড়ানো হয়েছিল।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি; তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট মাসে মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।
