বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রাত ৮টার দিকে গাজীপুরের আমবাগ নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী গোডাউনে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুন বেড়ে যাওয়ায় ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
